রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত-৫  

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০০

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষে ওসি তদন্তসহ ৫ জন আহত হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজৈর  উপজেলা সদরের বেপারীপাড়া মোড় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।  এ সময় রাজৈর থানার তদন্ত ওসি সহ কমপক্ষে ৫ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেপারীপাড়া ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের দুই দল কিশোর।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুই গ্রামের লোকজন সংর্ঘষে লিপ্ত হয়। এতে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ ও এসআই নাজমুল হাসান সহ ৫ জন আহত হয়। এসময় বেশকিছু দোকান ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, আমিসহ সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হাসান আহত হয়েছি। বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত