রাজৈরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩২

মাদারীপুরের রাজৈরে অস্ত্রের মুখে জিম্মি করে একদল সংঘবদ্ধ ডাকাত দল এক গরু খামারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরের আলমতস্তার মোল্লা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে রাজৈর থানার পুলিশ উপ-পরিদর্শক ইখতিয়ার আহমেদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গরু খামারী রবিউল মোল্লার বাড়িতে ঘরের বাথরুমের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। এসময় ৭ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে।

পরে তার ব্যবসায়ের নগদ দুই লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় রবিউল মোল্লা ও তার স্ত্রীকে চোখ ও হাত-পা বেঁধে রেখে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত রবিউল মোল্লা জানান, আমার ব্যবসার দুই লাখ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমার বাড়িটি খালি জায়গায় হওয়ায় তারা ডাকাতি করছে। আমি কিছু লোক চিনতে পেরেছি। এদের বিরুদ্ধে রাজৈর থানায় অভিযোগ দায়ের করবো। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত