রংপুর-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার দুইভাই সহ নিহত-৩ আহত-৪

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৬:০৭ |  আপডেট  : ২৬ মার্চ ২০২৪, ১৪:৩৩

রংপুরের মিঠাপুকুরে এক সড়ক দুর্ঘটনায় দুই আপন ভাই সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আর ৪ জন। আহত ৪ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর বাজার থানার সামনে। দুর্ঘটনায় আহত-নিহত সবার বাড়ী কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামে। 

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে, বগুড়ায় ধান কাটার কাজে প্রায় তিন সপ্তাহ আগে গিয়ে ছিল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের ৭ জন শ্রমিক। তিন সপ্তাহ ধান কাটার কাজ করে গত বৃহস্পতিবার সন্ধায় পেঁয়াজ বোঝাই ট্রাকের উপর ওঠে বাড়ীতে ফিরছিলেন তারা। রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পেঁয়াজ বোঝাই দ্রুত গামী ট্রাকটি মিঠাপুকুর বাজারে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা ৭ শ্রমিক ট্রাকের নীচে চাপা পড়ে। এতে ঘটনা স্থলে মারা যান চর নাজিরদহ গ্রামের মৃত্যু মিরু মিয়ার পুত্র সহিদ মিয়া (৪৫),তার ভাই রফিকুল ইসলাম (৪৭) ও একই গ্রামের মহসিন আলীর পুত্র আবুল কালাম (৪৮) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করে। এসময় আহত হন আব্দুল জলিলের পুত্র মোস্তফা (৩২) হজরত আলীর পুত্র আঃ গনি (৩৯) মেছের আলীর পুত্র বাবু মিয়া (৩৮) আবদুল হাকিম মুন্সীর পুত্র আমির আলী (৪৭) নিহতদের লাশ শুক্রবার বিকালে চর নাজিরদহ গ্রামে পৌঁছিলে এলাকায় শোকের মাতম শুরু হয়। এসময় এক হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। 

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান সড়ক দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হারাগাছ ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ মিঠাপকুুরে সড়ক দুর্ঘটনায় হারাগাছের ৩ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
                                    

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত