রংপুরে সাধারন মানুষের খাদ্য ও চিকিৎসার নীরাপত্তার দাবীতে বাম জোটের মানববন্ধন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৮:৪১ | আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২২:১৯
লকডাউনে গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য এক মাসের খাদ্য ও নগদ টাকা প্রদান, সকল জেলা উপজেলায় করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্থাপন করে প্রতিদিন বিনামূল্য এক লক্ষ করোনা টেস্ট, সকল জেলা সদরের হাসপাতালের অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা চালু ও কমপক্ষে ২০টি আইসিইউ বেড স্থাপন, এক দেশ এক কোম্পানী নয় চীন ও রাশিয়া সহ একাধীক দেশ থেকে টিকা আনার উদ্যোগ গ্রহণসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত সোমবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন। নেতৃবৃন্দ বলেন খাদ্য ও চিকিৎসার নিরাপত্তার নিশ্চিত করা ছাড়া লক ডাউন দেওয়া মানে করোনার পরিবর্তে মানুষকে না খাইয়ে এবং বিনা চিকিৎসায় মেরে ফেলার শামিল। তাই অবিলম্বে বাম জোট উত্থাপিত দাবী সমূহ বাস্তবায়ন করে লক ডাউন কার্যকর করার আহবান জানান নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত