রংপুরে ভেজাল সার জব্দ, দুই ব্যাবসায়ীয় জরিমানা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ২১:৫৫ |  আপডেট  : ১১ নভেম্বর ২০২৪, ১৪:১৬

রংপুরের কাউনিয়ায় লাইসেন্স বিহীন ও মানহীন জিংক সার বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক সোমবার দুই ব্যবসায়ীর ২ হাজার টাকা জরিমানা করেছেন।

কৃষিবিভাগ সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন ডোবার পাড় এলাকার মেসার্স বাবুল ট্রেডার্স, ও সিদ্দিক বাজারের মেসার্স ও লাকী এন্টারপ্রাইজ নামক দুই দোকানে ভ্রাম্যমান আদালত পুরচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভেজাল জিংক সার ৯৭ কেজি, অনুখাদ্য ১০ লিটার, উদ্ভিদ হরমোন ৭০ কেজি, বালাইনাশক দানাদার ১৫ কেজি ও তরল ২০ লিটার জব্দ করে তা ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমান আধালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন, কৃষি
সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কাউনিয়া থানা পুলিশের একটি দল। 

কৃষি কর্মকর্তা জানান, লাইসেন্স বিহীন ও মানহীন জিংক সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক হারাগাছ এলাকার দুই ব্যাবসায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসী ভ্রাম্যমান আদালতকে স্বাগত জানিয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত