রংপুরে বাপুস কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ঐক্য পরিষদের পরিচিতি সভা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় দ্বি-বার্ষিক নির্বাচনে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা বুধবার দুপুরে রংপুর রূপকথা কনভেনশন সেন্টারে বাপুস রংপুর জেলা কমিটির সভাপতি আলহাজ¦ আমীর আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের প্যানেল প্রধান আলহাজ¦ রেজাউল করিম বাদশা। বাপুস রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক একেএম রেজাউল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির নীতিমালা কমিটির সদস্য সচিব গোলাম এলাহী জায়েদ, পাঞ্জেরী পারলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মুহাঃ সাজেদুল ইসলাম, আল-ফাতাহ পারলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, লেকচার পারলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মাহামুদ হাসান, দিক দর্শন প্রকাশনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল, জাহাঙ্গির লাইব্রেরী খুলনা মোঃ আলমগীর, হাসান বুক ডিপো যশোর আরাফাত ফয়সার সরকার, আজাদ অঙ্গন ময়মনসিংহ আব্দুর রব মোশারফ, জনতা লাইব্রেরী চৌমুহনী নোয়াখালী তৌহিদ উদ্দিন, বুক হাউস গাইবান্ধা মোস্তাফিজুর রহমান মিন্টু, বাপুস রংপুর জেলা শাখার নির্বাহী সদস্য সারওয়ার আলম মুকুল, দুলাল সরকার, জাহাঙ্গীর আলম মিন্টু, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সভাপতি সম্পাদকসহ অনেকেই বক্তব্য রাখেন। পরিচিতি সভায় বক্তাগণ আগামী ২৮ ফ্রেব্রুয়ারী ২০২৫ নির্বাচনে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল কে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত