রংপুরে ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের ফল উৎসব অনুষ্ঠিত 

  রংপুর থেকে নাসরিন নাজ 

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৪

রংপুর স্টেশন সংলগ্ন খেরবাড়ি আলম নগরে প্রতিষ্ঠিত পাঠাগার ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের আয়োজনে পাঠাগার সদস্য ও সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ফল উৎসব ২০২২ অনুষ্ঠিত। 

২৯ জুন ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে মৌসুমি ফলের পুষ্টিগুণ নিয়ে   বক্তব্য রাখেন ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, শিক্ষক নাসরিন আকতার, সার্জিনা আকতার তুশি প্রমুখ।

শেষে ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের পাঠক এবং সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মাঝে মৌসুমি ফল কাঠাল, আম, জাম, নারকেল,লটকন, তরমুজ, বাঙ্গি,তাল পরিবেশন করা হয়। 

উল্লেখ্য ডাঃ হারুন স্মৃতি পাঠাগার ইতিমধ্যে এলাকায় সামাজিক কাজ করে রংপুরে ব্যাপক সাড়া ফেলেছে। পাঠাগার কাজের পাশাপাশি সচেতনতা মুলক কার্যক্রম,শিক্ষা মুলক কার্যক্রম, বৃক্ষ রোপণ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সুরক্ষা, মেধা বিকাশে রচনা, কবিতা গল্প লেখা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা,  শীতবস্ত্র বিতরণে ঈদ সামগ্রী বিতরণ নিয়মিত করে  আসছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত