যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়াতে রাজি হয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১২:১০ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:০২

যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য এসেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এখন বেইজিং সফর করছেন। গতকাল রোববার তিনি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন ও কিন গ্যাং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।

করোনা মহামারি শুরুর পর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল ন্যূনতম পর্যায়ে রয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন গতকালই চীনে পৌঁছান। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন।

দুই দিনের চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গেও অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত