যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:০১ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:১৫
যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট, যিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন। খবর বিবিসির।
এক সপ্তাহ আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে দেশটির প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন লর্ড ফ্রস্ট। সেখানে কোভিড মোকাবিলায় গৃহীত কর্মসূচির সঙ্গে তিনি আংশিকভাবে দ্বিমত পোষণ করেছেন বলে খবরে বলা হয়েছে।
চিঠিতে লর্ড ফ্রস্ট লিখেছেন, আশা করি দ্রুত আমার পদত্যাগপত্রটি কার্যকর হবে। এ সময় তিনি দেশে একটি ‘স্বল্প-কর’অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করেন।
বরিস জনসনের কাছে চিঠিতে লর্ড ফ্রস্ট আরও বলেছেন, ‘ব্রেক্সিট এখন নিরাপদ’। এতদিন ভ্রমণের বর্তমান দিক সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম।’
লর্ড ফ্রস্টের পদত্যাগপত্র দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ সরকার এবং দেশের প্রতি আপনার ঐতিহাসিক সেবার জন্য আমার অত্যন্ত গর্বিত হওয়া উচিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত