যাত্রীর চাপে সোমবার সকাল পর্যন্ত চলবে লঞ্চ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১৫:৩২ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০৯:৪২

খুলেছে শিল্প-কারখানা, কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ শ্রমিক। তাদের কর্মস্থলে ফেরার সুবিধায়, গণপরিবহন চালুর ঘোষিত সময় ছিল বেলা ১২টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পরও চলছে গণপরিবহন। যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় কাল সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে। 

সারা দেশে কঠোর বিধিনিষেধ চললেও সড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে লকডাউন কার্যত অকার্যকর হয়ে গেছে। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও ভোলার ইলিশা ঘাটে। সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায়, বরিশাল থেকে ছাড়েনি, রাজধানীমুখী কোনো লঞ্চ। দু-একটি লঞ্চ ঢাকায় এসেছে, চাঁদপুর থেকে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত