যদি হতাম প্রজাপতি 

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ১৭:৪১

মোঃ তাইফুর রহমান
---------------------------


যদি হতাম প্রজাপতি
থাকতাম ফুলের বনে 
সারাদিন যে আড্ডা দিতাম
প্রকৃতির-ই সনে।

সবুজ ঘাসের বুকে থাকতাম
কে করিত মানা?
কি যে দারুণ হত বলো
থাকলে রঙিন ডানা।

প্রজাপতি হতাম যদি
থাকতাম আমি গাছে
ইচ্ছে হলে ছুটে যেতাম
ফুলকলিদের কাছে।

নীল আকাশটা দেখতাম ঘুরে 
মুক্ত হাওয়ায় ভেসে
ইচ্ছে হলে উড়াল দিতাম
ওইনা মেঘের দেশে।

সবার প্রিয় হতাম আমি
প্রজাপতি হলে
ধানক্ষেতে ভাই ছুটে যেতাম
ফড়িংদের ওই দলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত