মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি হলেন মোহসীনা আকতার
প্রকাশ: ২৭ জুন ২০২২, ২০:১০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:১০
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ’র সহর্ধমীনি মোহসীনা আকতার ।
এউপলক্ষে ২৭জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় অত্র বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম আব্দুল হামিদ এর সভাপতিত্বে নব-নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মোহসীনা আকতারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবসংহিত সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাস, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রেজাউল করিম রেজা, নব-নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুর রকিব (রাজন),এনামুল হক, আলমগীর হোসেন, জাকিরুল ইসলাম, মহিলা সদস্য মোছাঃ জহুরা বিবি, শিক্ষকপ্রতিনিধি আব্দুর রাজ্জাক, মোস্তাফিজার রহমান, পারভীন আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। পরে নব-নিবার্চিত সভাপতি কে বিদ্যালয় ও উপজেলা জাতীয়পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত