মোংলায় ৩৬ কেজি হরিনের মাংসসহ আটক এক 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১২ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তক খুলনার দাকোপ থানাধীন বানিয়াশাস্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনাকরা হয় । অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।

এসময় কোষ্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো: আজিজুল গাজী (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে স¶ম হয় । পরবর্তীতে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিনের মাংস জব্দ করা হয় । আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা । পরবর্তীতে জব্দকৃত হরিনের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয় । এ বিষয়ে জানার জন্য ডিভিশনাল ফরেষ্ট অফিসারের মুঠোফোনে একাদিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত