মোংলায় সার বোঝাই লাইটার জাহাজ ডুবি

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:৪৪ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:২৭

মোংলা বন্দরের বহিনঙ্গরের হারবারিয়া-৮ এলাকায় সার নিয়ে এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের বহিনঙ্গরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ সার নিয়ে লাইটার জাহাজটি যশোরের নোয়াপাড়া এলাকায় যাওয়ার পথে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে প্রোপেলার ভেঙ্গে পানি ঢুকে ডুবে যায় বলে জানা যায়। এ সময় ওই লাইটার জাহাজে থাকা ৮ জন স্টাফের মধ্যে ৭ জন সাতরে পাশে অবস্থান করা এম.ভি নয়ন শয়ন লাইটার জাহাজে এবং অন্য ১ জন স্টাফ সাতরে পাশে অবস্থান করা এম.ভি মাহমুদ রায়হান লাইটার জাহাজে উঠে। উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন গঙচ সার নিয়ে মোংলা বন্দরের বহিনঙ্গর সুন্দরিকোঠা-১ এলাকায় আগমন করে। জাহাজ হতে কিছু সার আনলোড করার পর ২৪ জানুয়ারি জাহাজটিকে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত