মোংলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৪
মোংলায় পুকুরে পড়ে মারিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মারিয়া মোংলা নারিকেলতলা গুচ্ছ গ্রামের দিনমজুর বাবুলের বড়ো মেয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় সকালে শিশুটি তার বাবার বাড়ি নারিকেলতলা গুচ্ছ গ্রাম হতে কুমার খালি ব্রিজ সংলগ্ন তার নানা বেল্লালের বাড়িতে বেড়াতে আসে। খেলা করার এক পর্যায়ে সে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। তাকে খোঁজা খুঁজি করে না পেলে পুকুর পড়ে গিয়ে তাকে খুজতে গেলে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মোংলা উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির নানা বেল্লাল হোসেন বলেন মরিয়া আমার মেয়ের ঘরের নাতী তার মৃগী রোগের সমস্যা ছিল সকালে আমার বাড়িতে সে বেড়াতে আসে। দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই পরে হাসপাতালে নিয়ে গিলেও তাকে বাচাঁনো সম্ভাব হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত