মোংলায় দুই ভাইকে মারধরের মামলায় আরও চার আসামী গ্রেফতার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৫৭
বাগেরহাটের মোংলায় দুই ভাইকে মারধরের মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার ১৭ এপ্রিল রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার ১৮ এপ্রিল দুপুরে গ্রেফতারকৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর এলাকার মোহাব্বত আলী হাওলাদারের ছেলে চাঁদপাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সুলতান হাওলাদার (৫০), একই এলাকার আরশাদ আলীর ছেলে বেলাল খাঁ(৪৫),বুলবুল ব্যাপারীর ছেলে মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০) এবং একই উপজেলার কালিকাবাড়ী এলাকার মৃনাল ঘোষালের ছেলে খোকন ঘোষাল(৩০)। এর আগে রবিবার (১৭ এপ্রিল) সকালে মোংলা উপজেলার কানাই নগর এলাকার জোড়া ব্রিজ এলাকা থাকে ইউপি সদস্য সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। এই নিয়ে দুই ভাইকে মারধরের মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করল আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাদীউজ্জামান খান বলেন, দুই ভাইকে মারধরের মামলায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ১৬ এপ্রিল সকালে মোংলার বিনোদ সরকার ও বিপব সরকারকে মারধর করে জাকির হাওলাদার ও তার লোকজন। পরে দুপুরে বিনোদ সরকার ও বিপব সরকারের লোকেরাও জাকিরদের মারধরের চেষ্টা করে।এসময় দুই পক্ষের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাত পৌনে একটার দিকে নিজের দুই ভাইকে মারধরের অভিযোগ এনে ইউপি সদস্য মোঃ সুলতান হাওলাদার ও তার ছেলে জাকির হাওলাদারসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন কুমুদ সরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত