মেহেরপুরে লিচুবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১৫:৩৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫১

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি লিচুবাগান থেকে সাহানারা খাতুন (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঐ গ্রামের তালপাড়া পলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে কুলবাড়িয়া গ্রামের তালপাড়া পলি মাঠে কাজ করতে গিয়ে একটি নারীর মরদেহ দেখতে পেয়ে কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ পড়ে থাকার স্থান থেকে বেশ কিছু দুর থেকে উদ্ধার করা হয় এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল। শুক্রবার সন্ধার পর থেকেই নিখোঁজ হয় সাহানার খাতুন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানায় তার পরিবারের সদস্যরা। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সবুজ ঢাকাতে চাকুরি করেন। আর এক ছেলে রাজিবের সাথে নিজ বাড়িতে থাকতো সাহনারা খাতুন।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের পর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। পরিবারের মধ্যে কোন পারিবারিক কোলহ ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত