মেহেরপুরে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২২:০৩
মেহেরপুরে প্রজন্ম কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের উদ্দ্যোগে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রামিজ আহসান, প্রজন্ম সংগঠনের উপদেষ্টা মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, প্রজন্ম সংগঠনের পরিচালক জহরুল ইসলাম প্রমুখ। কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের শিক্ষক সুরুজ, সদস্য সাজেদুর রহমানসহ সংগঠনের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এছাড়া প্রজন্ম কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয় ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত