মেহেরপুরে দিনব্যাপি হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
আকাশ সংস্কৃতি আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উৎসব মুখর পরিবেশে ভৈরব নদীতে মঙ্গলবার দিনব্যাপি আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। প্রতিবছরই আবহমান বাঙালির এমন আয়োজনের দাবি জানান দর্শকেরা। মাঝিদের হেইয়া হো, হেইয়ো শব্দের ছন্দে ছন্দে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্টিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। সম্প্রতি নদীটি সংস্কার করে স্রতস্বনী করা হয়েছে, তাই বিজয় মাসে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে হারোনো সেই ঐতিহ্য তুলে ধরতে এই নৌকা বাইচের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন। শহর ঘেষা যাদবপুর ব্রীজ থেকে গোভীপুর ব্রীজ পর্যন্ত খেলা দেখতে নদীর দুই পাড়ে হাজারও নারী পুরুষের ঢল নামে। ছোট, বড় ও মাঝারী নৌকায় পৃথক পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ৫টি ইউনিয়ন এ প্রতিযোগিতায় অংশ নেয়। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর ভৈরব নদীতে যাদবপুর ব্রিজের ঘাট হতে গোভিপুর ব্রিজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি রফিকুল ইসলামসহ, বুড়িপোতা পিরোজপুর, আমদহ, আমঝুপি, বাড়াদি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারাদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন অংশগ্রহণ করে। চুড়ান্ত খেলায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারাদী ইউনিয়ন রানারআপ এবং বুড়ীপোতা ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত