মেহেরপুরে ডিবির অভিযানে ৬ জন জুয়া মামলার পলাতক আসামি গ্রেফতার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৬:০৫ |  আপডেট  : ৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:১১

মেহেরপুরের গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া মামলার পলাতক ৬ জন আসামিকে গেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী থানার চৌগাছা গ্রামের ভিটাপাড়া ৩ নং ওয়ার্ডের মফিজ উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৫), গাংনী বাজার পাড়ার মনিরুল ইসলামের ছেলে মোঃ জনি মন্ডল (৩০), চৌগাছা বাগানপাড়া ইমারী স্কুলের পাশে পচা মন্ডলের ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ ফটিক ওরফে বাবলু (৩৬), চৌগাছা ভিটাপাড়া বড় পুকুরের পাশে পচা মন্ডল ওরফে পচা মিয়ার ছেলে মোঃ বজলু মন্ডল (৩৬) ও ফরিদপুর জেলার ভাংগা থানার গোলপন্দি গ্রামের উত্তরপাড়া সেকেন মোল্লা গ্রাম্য মাতবর এর বাড়ীর পাশে সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৩৫)।

এসময় ডিবির ইন্সেপেক্টর খোন্দকার শাহ আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসাবে উপস্থিত ছিলেন এস আই অজয় কুমার কুন্ডু, এস আই মুক্ত রায় চৌধুরী, এস আই বিশ্বজিৎ সরকার এএসআই হেলাল উদ্দীন এবং এএসআই মাহাতাব আলী। 

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়া মামলার পলাতক আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় গত ২৫ শে জুলাই জুয়া মামলা হয়েছে। মামলা নাম্বার-১২। মামলার পরপরই তারা পলাতক ছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত