মেহেরপুরে ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

  জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১০ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪০

মেহেরপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে চার দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন। 

এসময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ছাত্র ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত