মেহেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেয়রকে সংবর্ধনা
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৯:২৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:১১
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা জানানো হয়েছে। আজ শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ড হালদারপাড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখা অফিসে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো মেহেরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা নূর মোহাম্মদ খান, সভাপতি হাজী মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান হায়দার আলী খান, রমজান আলী, ক্যাশিয়ার আব্দুর রহমানসহ অন্যান্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বৃন্দ, মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত