‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠনের তালিকাভুক্ত করেছে রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৮:০৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট প্রতিষ্ঠান ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। মঙ্গলবার মেটাকে এ তালিকায় ফেলা হয় বলে জানিয়েছে রাশিয়ার আর্থিক পর্যবেক্ষক সংস্থা ‘ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিনমনিটরিং)’।

ইউক্রেনে অভিযান শুরুর পর মস্কো অভিযোগ তুলেছিল, মেটার মালিকানায় থাকা নানা যোগাযোগমাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা–বিদ্বেষ ছড়ানোর বিষয়টি প্রশ্রয় দেওয়া হচ্ছে। এর পরপরই গত মার্চে ‘চরমপন্থী কর্মকাণ্ডের’ অভিযোগে দেশটিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ করা হয়। ইনস্টাগ্রামও মেটার মালিকানায় রয়েছে।

ওই নিষেধাজ্ঞার আগে মার্চে মেটার পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টের অনুমোদন দেওয়া হবে। এমনকি ইউক্রেনে রুশ হামলাকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও মুছে ফেলা হবে না। সাধারণত এ ধরনের পোস্ট মেটার নীতিমালার বিরোধী।


বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি প্রবেশ করতে পারেন না রাশিয়ার ব্যবহারকারীরা। অনেকেই অবশ্য ভিপিএন (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলোতে রাশিয়া থেকে প্রবেশ করছেন। তবে মেটার মালিকানায় থাকা বার্তা আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপকে ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি।

রাশিয়ার ওই কালো তালিকায় তালেবান, বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী ও রাশিয়ার বিরোধী মতের বিভিন্ন দল রয়েছে। এবার মেটাও একই তালিকায় অন্তর্ভুক্ত হলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত