মুন্সীগ‌ঞ্জে ‌মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টির ৬নং ওয়ার্ডের দ্বি বা‌র্ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

  মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ২১:০৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩০

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের হল রু‌মে শ‌নিবার বিকা‌লে মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি ৬নং ওয়া‌র্ডের দ্বি বা‌র্ষিক স‌ম্মেলন ২০২২ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন , জাতীয় পা‌র্টি জেলা আহবায়ক কমি‌টির দা‌য়িত্ব প্রাপ্ত সদস‌্য স‌চিব মোঃ আসাদুজ্জামান বাবুল, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি  ভারপ্রাপ্ত সভাপ‌তি মোঃ কামাল হুসাইন, অনুষ্ঠা‌নের প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টির সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হো‌সেন রাহাত, জাতীয় পা‌র্টি মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি মোঃ রায়হান রহমান বজলুর সভাপ‌তি‌ত্বে  ও সমাজ কল‌্যান সম্পাদক মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টির ইমরান হো‌সেন জ‌নির সঞ্চালনায় এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি সহ সভাপ‌তি মোঃ জ‌সিম উ‌দ্দিন, মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি  যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুক আলম, মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি  সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আবদাল হো‌সেন,  মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি শিক্ষা সম্পাদক মোঃ শ‌ফিকুর রহমান মিন্টু,  মিরকা‌দিম পৌর জাতীয় পা‌র্টি সহ সাংগঠ‌নিক সম্পাদক মোঃ শামসু মিয়া, মোঃ জ‌হিরুল ইসলাম শ‌্যামল ব‌্যাপারী, মোঃ আব্দুর র‌হিম কাজী, মোঃ ইকলাস, মোঃ মিন্টু মিয়া, মোঃ জুবা‌য়ের, মোঃ আব্দুর র‌হিম, মোঃ না‌সির উ‌দ্দিন, মোঃ খোর‌শেদ মিয়া, মোঃ কালাম, মোঃ ফা‌হিম সহ আ‌রো অ‌নে‌কেই।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত