মুন্সীগঞ্জ-২ আসন: ৪ জনের বাতিল মনোনয়ন পত্র বাতিল

  নিজস্ব সংবাদদাতা 

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৮

মুন্সীগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে চার প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল এবং ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়ন পত্র যাচাইবাছাই কার্যক্রম চলে।

এসময় ভোটার তালিকায় স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কামাল খান; আয়কর রিটার্ন না থাকায় বিএনএফ প্রার্থী বাচ্চু শেখ ও মুক্তিজোট প্রার্থী নূরে আলম সিদ্দিকের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত