মুন্সীগঞ্জ-২ আসন থেকে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা 

  লৌহজং থেকে মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১৯:০৭ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৮

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মুন্সীগঞ্জ-২ [লৌহজং-টঙ্গীবাড়ি] আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থী  মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগের দিন বুধবার আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

আজ [বৃহস্পতিবার]  মুন্সীগঞ্জ-২ [লৌহজং-টঙ্গীবাড়ি] আসন থেকে সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা [স্বতন্ত্র], মো. জয়নাল আবেদিন [জাপা], মো. জাহানুর রহমান [তৃণমূল বিএনপি], সাইরাজ খান [স্বতন্ত্র পার্টি], মো. জাকির হোসেন [জাকের পার্টি] মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য -২ [লৌহজং-টঙ্গীবাড়ি] আসন থেকে সংসদ নির্বাচনে ১১ জন মনোনয়ন পত্র কিনেছিলেন।

কা/আ
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত