সভাপতি- পল্টু সেক্রেটারী- ফরিদুল

আদমদীঘিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াত অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার আহসান হাবীব পল্টুকে সভাপতি ও ফরিদুল ইসলামকে সেক্রেটারী করে এই কমিটি ঘোষনা করা হয়। এ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আদমদীঘি উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামাতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত