মুন্সীগঞ্জ হতে ঢাকা যাওয়ার অভিমুখী নিমতলা এবং ফেরিঘাটে পুলিশের কঠোর নিষেধাজ্ঞা
প্রকাশ: ২৬ জুন ২০২১, ১০:৪১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
আজ শনিবার মুন্সীগঞ্জ হতে ঢাকা যাওয়ার অভিমুখে নিমতলা এবং ফেরিঘাটে পুলিশের কঠোর নিষেধাজ্ঞা চলছে। পুলিশ মাইর্কি করে রাস্তায় বের হতে নিষেধ করছেন । সড়কে শুধু অ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে।
গত মঙ্গলবার হতে শুরু হওয়া কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও এ নৌরুটে ফেরিতে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছিল। তবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
দেশে করোনায় আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার গত মঙ্গলবার হতে রাজবাড়ীসহ ঢাকার প্রবেশ পথের সাতটি জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে।
এদিকে সরকার নিষেধাজ্ঞার মধ্যে ফেরি পারাপারের ক্ষেত্রে জরুরি সেবায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও পণ্যবাহী ট্রাক ছাড়া যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গ্রামনগর বার্তা/হিম
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত