মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যুবদল নেতার কান্ড
প্রকাশ: ১২ জুন ২০২৩, ১২:৪৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির ভাষণ দিচ্ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তার ভাষণ চলাকালে সৌদি আরবের মদিনা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল হঠাৎ মঞ্চে উঠে পেছনে দাঁড়িয়ে ছবি তুলে পালিয়ে যায়।
গত শনিবার যখন এমপি মৃণাল কান্তি দাস ভাষণ দিচ্ছিলেন তখন তিনি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখেন সৌদি যুবদল নেতা শাহজালাল তার পিছনে দাঁড়িয়ে ছবি তুলছেন। তিনি তাকানোর সাথে সাথে সটকে পড়েন এই যুবদল নেতা। বিষয়টি চাঞ্চলের সৃষ্টি করেছে। সংসদ সদসস্যের বক্তব্য চলাকালীন সময়ে আকস্মিকভাবে ৩০ সেকেন্ডের মতো পিছনে দাঁড়িয়ে ছবি তুলে সটকে পড়ার বিষয়টি উপস্থিত নেতা কর্মীরা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।
তবে ছবিটি নিয়ে তার কোন অপতৎপরতাও থাকতে পারে উল্লেখ করে পুলিশের একটি সূত্র জানায়।বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থার পাশপাশি পুলিশও কাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত