মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের তৎপরতা

প্রকাশ: ২ জুলাই ২০২১, ২০:২১ | আপডেট : ৯ মে ২০২৫, ০৩:২৪

কোভিড-১৯ বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলমান লকডাউনের আজ দ্বিতীয় দিনও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত আছে। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাট খোলা রাখা, অকারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে মুন্সীগঞ্জের সকল উপজেলা ও জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসারের সদস্যগণ জেলার সর্বত্র সরকারি নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করেছেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধি কঠোর লকডাউন বাস্তবায়নে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। জনস্বার্থে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত