মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লা‌বের সদস‌্য সাংবা‌দিক সাগর মাহমুদ আর নেই 

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ১৫ মে ২০২২, ১৯:২২ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লা‌বের সদস‌্য দৈনিক বাংলাদেশ সমাচারের ষ্টাফ রি‌পোটার  মোঃসাগর মাহমুদ  আর নেই। আজ ১৫ই মে ২০২২রবিবার ভোর ৪টায়  হূদরোগে আক্রান্ত হয়ে  নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।  তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে। শম্ভুপুরা গ্রামের মৃত জব্বার মিস্ত্রির ছোট ছেলে।

 মৃত্যুকালে তার দুই মেয়ে এক ছেলে স্ত্রী সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ। 

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব, পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ সকল সাংবাদিকবৃন্দ শোক জানিয়েছেন।

সাংবাদিক সাগর মাহমুদ দীর্ঘসময় তার মামা বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের পঞ্চসার গ্রামে  বসবাস করতেন।

আজ সকাল ১০:৩০ মিনি‌টে পঞ্চসার এ,আর‌ ক্লি‌নিক সংলগ্ন জা‌মে মস‌জি‌দের  মহুরো‌মের  নামা‌জের জানাজা অনুষ্টিত হয় ।

জানা‌জা শেষে লাশ নিজ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে । সেখান ২য় নামা‌জের জানাজা শে‌ষে  নিজ কবর স্হা‌নে দাফন করা হয় । তার অকাল মৃত‌্যু তে আমরা গ‌ভীর শোক প্রকাশ কর‌ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত