মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  শাহনাজ বেগম মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৯:২৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২১:৩১

কোন ফেইক নিউজ নয়,  বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুন্সীগঞ্জ থান্দার খায়রুল হাসান পিপি। যার যার অবস্থান থেকে সঠিক ভূমিকা পালনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে   তুলতে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

বুধবার বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মুন্সীগঞ্জের কৃতি সন্তান শহীদ সাংবাদিক নিজামুদ্দীন আহমেদের স্মরণে মিলাদ,  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনায় আরো অংশ নেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা।  তিনি শহীদ সাংবাদিক নিজামুদ্দিনসহ অন্যান্য বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

  মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মুন্সীগঞ্জ সদর সার্কেল থান্দার খাইরুল হাসান পিপিএম, মুন্সীগঞ্জ জেলা অনলাইন  ক্লাবের প্রধান উপদেষ্টা ও  দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, উপদেষ্টা কে,এম  সাইফুল্লাহ ভূঁইয়া, সাবেক সভাপতি সামসুল হুদা হিটু, সাধারণ সম্পাদক এম এম রহমান রহমান,আবু হানিফ রানা মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে  হাসান কবির, সাধারণ সম্পাদক মোঃ রুবেল সহ সভাপতি নাজমুল হাসান মিলন সহ মুন্সীগঞ্জ জেলা অনলাইন  ও মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সংবাদ কর্মী বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত