মুন্সীগঞ্জ‌ে  নানান আয়োজনের মধ্যে দি‌য়ে  মুক্ত দিবস পালিত  ‌

  মোঃ‌লিটন মাহমুদ ‌মুন্সীগঞ্জ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৮:১২

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি বলেছেন-যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকবে,ততদিন পর্যন্ত এদেশের জনগণ নিরাপত্তায় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের  জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
রোববার বেলা ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ  জেলা ইউনিট কমান্ড প্রাঙ্গণে ‘১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়  চত্বর থেকে বণার্ঢ্য বিজয় র‌্যালীতে অংশ নেন।

মুক্তিযোদ্ধা সংসদ,মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ও জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভার  সহযোগিতায় ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা হানাদার  মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে বণার্ঢ্য বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো: এনামুল এহসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল,মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর  মুক্তিযোদ্ধা মো: আনিছ উজ্জামান আনিছ,পুলিশ  সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন,সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই  তালুকদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাই মো: আল জুনায়েদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারন সন্পাদক এডঃ সোহানা তাহ‌মিনা ,মুন্সীগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি  তোহরা জামান , মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের  মোল্লা,বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ভুলু তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মতিউর ইসলাম হীরু  ।

উক্ত অনুষ্টানে আ‌রো উপস্হ‌িত ছি‌লেন ,মিরকা‌দিম পৌরসভার সা‌বেক মেয়র ও পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি  শ‌হিদুল ইসলাম শা‌হিন ,রামপাল ইউ‌পি চেয়ারম‌্যান বাচ্চু শেখ ,মুক্ত‌ি‌যোদ্বা সন্তান কমান্ড মুন্সীগঞ্জ জেলা সভাপ‌তি মোঃজালাল উদ্দ‌িন রু‌মি এবং উপ‌জেলা,থানা,ইউ‌নিয়ন থে‌কে  অগত মুক্ত‌‌িযোদ্বা বৃন্দ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত