মুন্সীগঞ্জে সমাজ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তরণের পথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৯:২৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৯

মুন্সীগঞ্জে সমাজ অনুশীলন কেন্দ্র আয়োজিত সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তরণের পথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগষ্ট শনিবার বিকেল চারটায় সমাজ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।অতিথি আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল  বাসদ-এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর  সদস্য কমরেড নিখিল দাস।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।সমাজ অনুশীলন কেন্দ্রের  পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ অনুশীলন কেন্দ্রের সদস্য ও উদীচী শিল্পী গোষ্ঠীর মুন্সিগঞ্জ জেলা সংসদের সভাপতি শ ম কামাল।

সেমিনারে আলোচকবৃন্দ সারা দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতন,  শ্রেণি বৈষম্য,  চা বাগানের শ্রমিকদের মজুরি বৈষম্যসহ,  সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের প্রতিবাদ জানান।সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সাথে আলোচকবৃন্দ সমাজতন্ত্র মতবাদ,  সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তরণের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

আলোচনায় আরও অংশ নেন সুধীজন জাকির হোসেন,  হামিদা খাতুন,  মুজিবুর রহমান,  আঃ রাকিব তালুকদার,  আঃ রহমান।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ খালেদা খানম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, শিক্ষক মোঃ নাসিমসহ সমাজঅনুশীলন কেন্দ্রের সদস্যবৃন্দ, নারায়নগঞ্জ হতে আগত উজান গণ গ্রন্থাগার এর সদস্যবৃন্দ,  বিজ্ঞান সংগঠনের সদস্যবৃন্দসহ আরো অনেকে।

সেমিনারে সভাপতিত্ব করেন সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক শহিদুল ইসলাম নান্নু। বিমল কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন উজান গণ গ্রন্থাগার এর সদস্যবৃন্দ ও  বিজ্ঞান সংগঠনের সদস্যবৃন্দ।সবশেষে সমবেতভাবে ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত