মুন্সীগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১ আগস্ট ২০২৩, ১৪:০০ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৩

"গাছ লাগিয়ে যত্ন করি,  সুস্থ প্রজন্মে দেশ গড়ি " এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে উদ্বোধন করা হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।
গত সোমবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  স্নেহাশিস দাশের সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট  মৃণাল কান্তি দাস এমপি।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসীনা ফেরদৌস,  মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আব্দুল আজিজ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গায়ত্রী বিশাস প্রমুখ।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত এই বৃক্ষ মেলাতে নানারকম ফুলের গাছসহ  ফলজ,  বনজ, ঔষধি গাছের সমারোহ দেখা গেছে। 
মেলায় প্রায় ২৪ টি স্টলে বিক্রয় ও প্রদর্শনীর জন্য রয়েছে অসংখ্য গাছ। 
উদ্বোধননীয় অনুষ্ঠানে রাস্তার পাশের বৃক্ষের ১৫ জন অংশীজনদের মাঝে ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃক্ষ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড. মৃণাল কান্তি দাস এম পি বলেন,  
"আমাদের বেচেঁ থাকার প্রয়োজনীয় উপাদান অক্সিজেন সরবরাহ করে গাছ।  
প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য  সুরক্ষা  এবং অর্থনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়নে বৃক্ষ ও বনাঞ্চলের ভূমিকা অপরিসীম।" তিনি  আমাদের বেঁচে থাকা ও পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য ফলজ, বনজ অথবা ঔষধি যে কোন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেন। 
সাতদিন ব্যাপী এই মেলার উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক বৃক্ষপ্রেমীর আগমন ঘটে মেলায়৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত