মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা

  মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোজঁখবর নিতে বুধবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন  এবং মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস প্রথমে হাসপাতাল ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। 

  এসময় তারা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। সেই সাথে দলীয় ভাবে বিএনপিকে মোকাবেলা করার হুশিয়ারী দেন।  এছাড়াও হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইঁয়া, সাধারণ সম্পাদক সামছুল কবীর, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া , পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহাম্মেদ সহ নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত