মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা

প্রকাশ : 2022-09-22 19:15:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোজঁখবর নিতে বুধবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন  এবং মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস প্রথমে হাসপাতাল ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। 

  এসময় তারা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। সেই সাথে দলীয় ভাবে বিএনপিকে মোকাবেলা করার হুশিয়ারী দেন।  এছাড়াও হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইঁয়া, সাধারণ সম্পাদক সামছুল কবীর, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া , পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহাম্মেদ সহ নেতাকর্মীরা।