মুন্সীগঞ্জে বজ্রযোগিনী ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী 

  শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৯:৩৭ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬

মুন্সিগঞ্জ জেলার সদর থানার  বজ্রযোগিনী ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫৭৭ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  চশমা প্রতীকের মোঃ শাহিন মুন্সী পেয়েছেন ২৬৩০ ভোট। 

২৭ জুলাই বুধবার বজ্রযোগিনী ইউনিয়নে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রের মোট ৪৭ টি বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে  দু'একটি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। 

বিগত পাঁচ মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান মোঃ তোতা মিয়া মুন্সী মৃত্যুবরণ করার কারণে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় গতকাল এই উপনির্বাচনের অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে সাবেক চেয়ারম্যান মোঃ তোতা মিয়া মুন্সীর পুত্র মোঃ শাহিন মুন্সী চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। 

বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৬,৮৭১। পুরুষ ভোটার ৮,৮৯২ ও মহিলা ভোটারের সংখ্যা ৭,৯৭৯।  এর মধ্যে মোট ভোট পড়েছে ৯৪০৭ টি। 

নৌকা প্রতীকে মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন  ৬৫৭০ ভোট, চশমা প্রতীকে মোঃ শাহিন মুন্সী ২৬৩০ ভোট পেয়েছেন।  এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে আবু সিদ্দিক মোটরসাইকেল প্রতীকে ৮৭ ভোট, মোহাম্মদ সুজন আনারস প্রতীকে ৫৫ ভোট, মোহাম্মদ হাসান অটোরিকশায় ৪৩ ভোট ও মামুন বেপারী ঘোড়া প্রতীকে ১৬ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত