মুন্সীগঞ্জে টিসিবি পণ্য বিতরণের কথা বলে আগত লোকজন দিয়ে মানববন্ধনের অভিযোগ

  লিটন মাহমুদ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১৬:১৩ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৩:১৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য দেওয়ার কথা বলে হাজারো মানুষ জড়ো করে প্রতিপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করানোর অভিযোগ পাওয়া গেছে। বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকানুজ্জামান রিগ্যান শিকদার তার প্রতিপক্ষ বেতকা ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাদলের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিলটি করান। 

এ সময় চেয়ারম্যান গ্রাম্য পুলিশ ও আনসার দিয়ে টিসিবির পণ্য নিতে আসা মানুষজনকে বিক্ষোভ মিছিল করতে বাধ্য করেন বলেও প্রতিপক্ষের অভিযোগ । জানা গেছে, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকেনুজ্জামান রিগ্যান শিকদার এর সাথে বেতকা ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ হো‌সেন বাদলের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। 

এ বিরোধের জের ধরে চেয়ারম্যান সম্প্রতি আশরাফ হো‌সেন বাদলের দোকানে হামলা চালিয়ে তার দোকান কর্মচারীকে মারধর করে। এ নিয়ে যুবলীগ নেতা বাদল বেতকা ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায় টিসিবির পণ্য দেওয়ার কথা বলে মঙ্গলবার বেলা ১১টা হতে বেতকা ইউনিয়ন পরিষদে মানুষজন জড়ো করতে থাকে চেয়ারম্যান। পরে দুপুর ১২টার দিকে পণ্য নিতে আসা মানুষজনকে স্থানীয় শত্রুতার জেরে বেতকা ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ  হোসেন বাদলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করান। মিছিলটি বেতকা ইউনিয়ন পরিষদ হতে শুরু করে বেতকা চৌরাস্তা হয়ে আবার বেতকা ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল হতে বিভিন্ন অসৌজন্যমূলক স্লোগান দেয় ওই ইউপি চেয়ারম্যানের লোকজন। মিছিল শেষে বেলা ১টা হতে জড়ো হওয়া ও মিছিল করা লোকজনের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ নিয়ে ওই এলাকার সচেতন মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে যুবলীগ নেতা আশরাফুল ইসলাম বাদল বলেন, 'টিসিবির পণ্য দেওয়ার কথা বলে মানুষকে জড়ো করে পরে চেয়ারম্যান তার আনসার বাহিনী দিয়ে বাধ্য করে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিছিল আমার বিরুদ্ধে করিয়েছে। এর আগেও চেয়ারম্যান আমার কাছে চাদাঁ দাবি করে, আমি চাঁদা না দেওয়ায় আমার দোকান ঘরে হামলা চালিয়ে আমার দোকান কর্মচারীকে মারধর করেছে। এ নিয়ে আমি টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেছি। চেয়ারম্যান আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে । আমি মামলা তুলে না নেওয়ায় সে আমার বিরুদ্ধে লোকজনকে বাধ্য করে বিক্ষোভ মিছিল করিয়েছে।'

এ ব্যাপারে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকেনুজ্জামান রিগ্যান শিকদার বলেন, 'যুবলীগ নেতা বাদল আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি ওই মামলায় এলাকা ছাড়া, আমি কোন লোকজন নিয়ে মিছিল করিনি। এলাকাবাসী মিছিল করছে আমি ফেসবুকে দেখছি।' আজ টিসিবির পন্য দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি টিসিবির পণ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা ওসি রাজিব খান বলেন, আশরাফুল ইসলাম বাদল তার দোকান কর্মচারীকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত