মুন্সীগঞ্জের লৌহজংয়ে বস্তা বন্দি অবস্থায় এক নারী উদ্ধার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সুন্দিসার গ্রামের তিন রাস্তার মোড়ের আম বাগানের পাশ থেকে, ২৪ই সেপ্টেম্বর, রবিবার সকাল আনুমানিক ৬ ঘটিকার সময়,আছিয়া বেগম (৫৫) নামক এক মহিলাকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আসিয়া বেগমের সাথে কথা বললে তিনি জানান। আনুমানিক রাত্র দুইটার সময় টয়লেটে যাওয়ার জন্য বের হয়ে টয়লেটে যাই টয়লেট থেকে বের হলেই হঠাৎ আমার মুখ চেপে ধরে কার্টুন টেপ দিয়ে আমার মুখ আটকে ফেলে।আমি দেখতে পাই বাবুল ও হালিম এবং সাথে ২-৩ জন মহিলা তাদের চেহারা দেখতে পাইনি।তারা আমাকে অচেতন করে ফেলে তারপরে কি হয়েছে আমি বলতে পারব না।
এ ব্যাপারে বেজগাঁও ইউনিয়ন (১,২,৩)মহিলা সদস্য লিজা আক্তার বলেন। আসিয়া বেগম আমার বাসার পেছনেই তার বাসা,তার স্বামীর নাম মৃত সামাদ মোল্লা।তার তিন মেয়ে, বড় মেয়ে বিয়ে দেয়ার পরে, স্বামীসহ ঢাকায় বসবাস করে। মেজো মেয়ে গত সাড়ে তিন বছর আগে দুই বাচ্চা রেখে আত্মহত্যা করে মারা যায়। ছোট মেয়ে তার মার সাথেই থাকেন কিন্তু গত ২১-২২ দিন আগে ঢাকা বড় বোনের বাসায় বেড়াতে যান।আজ ঘটনা শুনতে পেয়ে ঢাকা থেকে মাকে দেখার জন্য ছুটে আসে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত