মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুই বিএনপি নেতাকে বহিস্কার

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ২১:২২

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মুন্সিগঞ্জের দুই নেতাকে বহিস্কার করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। বহিষ্কৃত দুই বিএনপি নেতা হলেন- টঙ্গিবাড়ি থানার দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শামীম মোল্লা এবং একই থানার কামারখাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদল কামাল বেপারী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে বহিস্কারের কথা জানান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ কামরুজ্জামান রতন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত