মুন্সিগঞ্জে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৪:০২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭

মুন্সিগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী থেকে দেশে আসেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এরপর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর ফেরেননি। সকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরহেদ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশির সঙ্গে তার বিরোধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত