মুন্সিগঞ্জে জাসাসের কর্মীসভায় পুলিশি বাধা

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মুন্সিগঞ্জ জেলার কর্মী সম্মেলন গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের একটি মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা জাসাসের আয়োজনে শুরু হওয়ার কিছুক্ষণ পরে অতর্কিত পুলিশি বাধায় পশু হয়ে যায়। পুলিশ অনুষ্ঠানের ব্যানার খুলে নিয়ে যায়। 

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দিলে পুলিশ নেতা-কর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন কর্মী সম্মেলনের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি জাসাস কেন্দ্ৰীয় আহবায়ক কমিটির সদস্য ও জাসাস ঢাকা টিনের (সাংগঠনিক কমিটি) সদস্য অ্যাডভোকেট মোঃ আমিনুল হক, রফিকুল ইসলাম স্বপন, মোঃ হাবিবুর রহমান জসিম। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাসের সাবেক সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর, মুন্সিগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন খান আসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় সুত্রে জানা যায়, কর্মী সভা দুপুর ১টা পর্যন্ত অনুমতি ছিল। সেসময় অতিক্রম হওয়ার পরে তাদের সভা সংক্ষিপ্ত করার অনুরোধ করার পরও সভা চালিয়ে যাওয়ায় পুলিশ সভা বন্ধ করে দেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত