মুন্সিগঞ্জের কবি শুভ আহমেদ আর নেই
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৩
মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় তরুণ কবি শুভ আহমেদ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
দরিদ্র জনগোষ্ঠীতে জন্ম নেয়া শুভ আহমেদ তার মেধা মননে অন্য মাত্রায় নিয়ে গেছেন। তার বহু কবিতা এপাড় ও ওপার বাংলায় প্রকাশিত হয়েছে। অশুদ্ধ ব্যারোমিটার তার প্রথম কবিতার বই।
প্রতিবন্ধী শুভ আহমেদ হাটা চলা করতে না পারলেও তার কলম আর কাগজ ছিলো বেঁচে থাকার প্রেরণা । সেঁজুতি সাহিত্য সংসদ নামে তাদের একটি সংগঠন আছে। একটি চাকরির জন্য শুভ মানুষের কাছে বার বার ছুটে গেলেও কোন মানুষ সাড়া দেয়নি। তিনি কিছুদিন মুন্সিগঞ্জের দৈনিক পত্রিকা সভ্যতার আলোতে কাজ করেছেন।
শুভ আহমেদের অকাল মৃত্যুতে লৌহজং বঙবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, বার্তা সম্পাদক কাজী আরিফ, সেঁজুতি সাহিত্য সংসদের শামিম আরা আভা, শরিফুল ইসলাম সজীব, বঙবন্ধু পরিষদ লৌহজং শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র গভীর শোক প্রকাশ করেন।
আজ বাদ জোহর মাওয়া মাহমুদ পট্টিতে কবরস্থানে শুভ আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত