মুজিবনগর দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৬
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খানম, বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, দেশকে ভাল বাসতে হলে দেশের অতীত ইতিহাস জানতে হবে। ১৭ এপ্রিল, ১৯৭১ সালের এই দিনে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সরকারের প্রধান ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে মেহেরপুর জেলা) যে জায়গাটিতে শপথ গ্রহণ করা হয়, তার পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা। শপথ অনুষ্ঠানের দিন থেকে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। এসব ইতিহাস জানতে হবে আমাদের। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের কথা ভুলে গেলে চলবে না। তাই সবাইকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার জন্য পড়াশুনা করার আহবান জানান বক্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত