মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র এখনো হয়নি: ফখরুল
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৯ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৮:০৩
 
                                        
                                    মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র এখনো হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। এর আগে বিজয় দিবসে দলের শীর্ষ নেতাদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাদের শ্রদ্ধা জানাই। আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা অর্জন হয়নি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু তা হয়নি। আজ এই স্বৈরাচারী-কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে।’
প্রতি বছর দলের নেতাদের নিয়ে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে আর শ্রদ্ধা জানানোর সুযোগ হয়নি সাবেক এই প্রধানমন্ত্রীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করেছে।’
ফখরুল বলেন, ‘বেগম জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা আবারও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এবং দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ।’
এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            