মীরবাগে ইভটিজিং কারী এনামুলের জেল জরিমানা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪

ইভটিজিং এর দায়ে কাউনিয়া উপজেলা কুর্শা ইউনিয়নের মীরবাগ গোপাল গ্রামের মোঃ শামসুল হক এর পুত্র এনামুল হক (১৬) এর গত মঙ্গলবার সন্ধায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন।

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের মোঃ শামসুল হক এর পুত্র এনামুল হক (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর একটি মেয়েকে ইভটিজিং করার দায়ে গত মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন ১৮৬০ সালের দন্ডবিধির ৮০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম জেল দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত