জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মিল্টন ও সাইফুলসহ বিএনপির ৬ নেতার রিমান্ড না মঞ্জুর

  নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১৯:২৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬

বগুড়ার গাবতলীতে নাশকতার মামলায় বিএনপির ৬ নেতার রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নির্দেশ দেন। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, ফজলে রাব্বী ফিরোজ, হারুন অর রশিদ হারুন এবং মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সোলাইমান আলী। তিনি জানান, নাশকতার মামলায় (১৪৯/২২) ৬জন আসামীকে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। 

গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি। সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তার ওই বক্তব্যে প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ও বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত