মা - সাঈদা আজিজ চৌধুরী

  নীপা চৌধুরী

প্রকাশ: ৯ মে ২০২৪, ১৩:৫৩ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৩:২২

মা

সাঈদা আজিজ চৌধুরী

 

ম-তে রয়েছে গোপন স্বত্ত্বা স্বয়ং স্রষ্টার। 

ম-তে মৌচাক সংরক্ষিত নিখাদ পানীয় সূতিকাগার। 

 

ম-তে মা, সৃষ্টি জগৎ অপরিশোধ্য ঋণ অসীম অপার

মাতৃবক্ষের গোপন অমৃত রহস্য মানব শিশুর প্রথম আহার। 

 

পরম সত্য সবাই জেনো বিধাতার পর মাতৃস্থান

প্রশান্ত অবয়বে খুঁজি আপন স্বত্ত্বার ভাস্কর আদল। 

 

হিমালয়সম উঁচু শির মহিমা পৃথিবীর যাবতীয় বিস্ময়

বিধাতার নিকট ঋণের পাহাড় মাতৃগর্ভে হয়েছে স্থান। 

 

মায়াবী ছায়াতল অশ্বথ্থ বৃক্ষ নিদারুণ দাবানল

অপত্য লালনে করেনি কার্পণ্য স্বীয় সুখ বিসর্জন। 

 

নৈঃশব্দ ধরিত্রী সীমাহীন ধৈর্য নিঃশর্ত ভালোবাসা আধার

আঁচল পেতে সকল ব্যথা সকল যাতনা নীলকণ্ঠি করেছে পান। 

 

জীবন অমানিশা আঁধার সিঁড়ির ধাপ একাকী বীরত্ব-গাঁথা

শব্দবীথি সম্ভার যথেষ্ট নয়,বিধাতা তুমিই বলো মায়ের গৌরবকথা। 

 

সান

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত