মা হারালেন শোয়েব আখতার
 ক্রীড়া প্রতিবেদক
  ক্রীড়া প্রতিবেদক
                                    
                                    প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩২ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৫
 
                                        
                                    পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারের মা হামিদা আওয়ান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার ভোরবেলায় জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে ফেলার দুঃখজনক খবরটি টুইট করে নিজেই নিশ্চিত করেছেন শোয়েব। টুইটারে শোয়েব লিখেছেন, 'আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। '
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হামিদা আওয়ানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারকে গর্ভে ধারণ করা রত্নগর্ভা এই মায়ের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            